॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা, গণ পরিষদ ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৮৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে রাঙ্গামাটি জনসংহতি সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জনসংহতি সমিতির সভাপতি ডা. গঙ্গামানিক চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও জনসংহতি সমিতির সহ সভাপতি ঊষাতন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সাংস্কৃতিক কর্মী কবি শিশির চাকমা, সিএইজটি নেটওয়ার্কের সহ সভাপতি এ্যাডভোকেট ভবতোষ চাকমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এমএন লারমা ছিলেন একজন প্রকৃত প্রগতিশীল চেতনার ধারকবাহক এবং মেহনতী মানুষের পরম বন্ধু। তিনি সমাজে নারী-পুরুষের সমান অধিকারের বিষয়ে ছিলেন সোচ্চার। জুম্ম জনগণকে এমএম লারমার প্রদর্শিত মত, পথ ও আদর্শ মেনে জুম্ম জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব সংরক্ষণের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং এমএন লারমার প্রদর্শিত প্রগতিশীল মতাদর্শকে জুম্ম জনগণ যদি মনপ্রাণ দিয়ে ধারণ করতে পারে তাহলে জুম্ম জনগণ তাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সফল হবেন বলে মতব্যক্ত করেন।