॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
গতকাল ৭ সেপ্টম্বর অনুষ্ঠিত বাঘাইছড়ি-মারিশ্যা কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভায় হাত তোলা ভোটে পূণরায় গিয়াস উদ্দিন আল মামুন সভাপতি ও জমির হোসেন সাধারণ সম্পাদক এবং ওমর আলী ও জুনু গোপাল দে-কে সহ সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সমিতির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জমির হোসেনের পরিচালনায় ও গিয়াস উদ্দিন আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাত তোলা ভোটের মাধ্যমে ও সর্বসম্মতিক্রমে এই সিদ্বান্ত গৃহিত হয়।
সভায় সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা নিজাম উদ্দিন বাবু, দীলিপ কুমার দাশ, আলী হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা ও শিশখ রেন্জ অফিসার আব্দুল জলিল। সভার মতবিণিময়ে অংশ নেন, সমিতির সদস্য মোঃ হারুন, নূরনবী, মোঃখোকন, জুনু দে ও আব্দুর রাজ্জাক।
বক্তারা সকলে সমিতির কল্যান ও হতদরিদ্রের সহায়তাদানে সমিতির অতিথ ও বর্তমান কার্যক্রম সহ উপস্হাপিত হিসাব-নিকাশে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচিতদের ধন্যবাদ সহ অভিনন্দন জানান।
সভায় সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির বক্তব্যে সমিতির জন্য জমি ক্রয়, বণায়ন। এবং ইতিপূর্বের ক্রয়কৃত জমিতে অফিস ভবন ও ভাড়া প্রদানের জন্য টিনসেট বাসা ণির্মানের উপর গুরুত্বারোপ করা হলে সভায় তাহা কার্যকরী করার সিদ্বান্ত সর্বসম্মত গৃহিত হয়।
তে