রাজস্থলী কেন্দ্রীয় হরি মন্দিরের উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উৎসব উদযাপন

74

॥ হারাধন কর্মকার, রাজস্থলী ॥
রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টামী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজস্থলী হরিমন্দির কমিটির আয়োজনে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হরিমন্দিরের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রীটি বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা জন্মাষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন এবং সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।
শোভাযাত্রাটি রাজস্থলী উপজেলা হয়ে, কলেজ সড়ক হয়ে উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গন গিয়ে ধর্মীয় সভায় মিলি হয়। এসময় রাজস্থলী বাঙ্গালহালিয়ার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা ব্যানার, পিষ্টন ও রাধা কৃষ্ণ সেজে শোভাযাত্রার অংশ গ্রহণ করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার, উপজেলা, ডাঃ লিটন বণিক, মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীলিপ দাশ, মিটুল চন্দ্র দে, ধনরাম কর্মকার, সাধারণ সম্পাদক শিমুল দাশ, ডাঃ অরপন বিশ্বাস, ডাঃ লিটন, পলাশ দাশসহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।