॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি সাজেক বেড়াতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপহৃত ছাত্রী দীপিতা চাকমাকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ ও সেনাবাহিনী। দীপিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের বিভাগের শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের মিজোরাম সীমান্তবর্তী দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
সাজেক থানা পুলিশ জানায়, দীপিকা এখন সাজেক থানায় রয়েছেন। তার পরিবারের লোকজন আসলে তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুঝিয়ে দেয়া হবে।
রাঙ্গামাটি পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের মিজোরাম সীমান্তবর্তী দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ ও সেনাবাহিনী অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থী সাজেক থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সাজেন্ট কামাল চত্বর নামক এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। ঘটনার শুনার পর পরই পুলিশ, সেনাবাহিনী শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে।
বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা রুমানা আক্তার জানান, দীপিকা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। বাকি শিক্ষার্থীদের সাজেকের সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে।
স্থানীয় জানান, যে এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণ করা হয়েছে সেই এলাকাটি ইউপিডিএফের নিয়ন্ত্রনাধীন এলাকা হিসেবে পরিচিত।
উল্লেখ্য, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থী দীপিকা চাকমা খাগড়াছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু বাঙ্গালি বন্ধুদের নিয়ে বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়ার সময় সাজেক-দীঘিনালা সড়কের শিজকছড়ার সাজেন্ট কামাল চত্বর নামক এলাকায় কতিপয় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহরণের শিকার হয়। অপহৃতরা তার বাঙ্গালী বন্ধদের ছেড়ে দিলেও পাহাড়ী এই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।