বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন পৌর মেয়র

52

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
সম্প্রতি ভয়াবহ বন্যায় বান্দরবানের ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বান্দরবান জেলা শাখা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বান্দরবান জেলা শাখার আয়োজনে বান্দরবান পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র মো. সামসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বান্দরবান জেলা শাখার আহ্বায়ক তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বান্দরবান জেলা শাখার সদস্য সচিব লুসাই মং মারমা, সদস্য নুরুল আলম রাজা, সাবেক ছাত্রনেতা মো.ইসমাঈল হোসেনসহ জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ‘ তাই তাদের জন্য একটি সুন্দর বাসযোগ্য পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। বন্যায় জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার কারনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ নষ্ট হয়ে যায়।
এসময় বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ শতাধিক শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় বই, খাতা, কলম, পেন্সিল, স্কেল, জ্যামেতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।