॥ মিকেল চাকমা, রাঙ্গামাটি ॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল ১১টায় রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা তথ্য অফিস এর উপ-পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইকবাল হোসেন, রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম, রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন, রাঙ্গামাটি জেলা তথ্য অফিসার অমিয় খীসা।
এছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক, ছাত্র-ছাত্রী অভিভাবক ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পুরোটা জীবন জুড়ে মেহনতি-শ্রমজীবি মানুষের জন্য কাজ করেছেন। আজ যে বাংলাদেশ, লাল সবুজের পতাকা; সবই তাঁর অবদান। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্র-ছাত্রীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশ উন্নত দেশে পরিণত হবে। সেই স্বপ্নকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী এদেশকে ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করার রুপরেখা তৈরি করেছেন। তিনি বলেন, আমাদের কাজ হলো যারা সরকারি কর্মকর্তা আছি সকলের অর্পিত দায়িত্ব শতভাগ সম্পন্ন করা। শিক্ষকদের দায়িত্ব আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। আর শিক্ষার্থীদের কাজ হলো মানুষের মতো মানুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। এসময় তিনি সোনার বাংলা গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ মীর আবু তৌহিদ বলেন, আপনারা জানেন এ মাস শোকের মাস। ১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছিল। যুদ্ধের আগে এ দেশ অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যসহ সবকিছুর পেছনে ছিল। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে মেধা, মননে, চিন্তা চেতনার মাধ্যমে ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে হবে।
রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সে স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরী প্রশিক্ষণকে গুরুত্ব দিয়েছেন।
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা তথ্য অফিস এর উপ-পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কিভাবে পেলাম, কিভাবে হলো তার ইতিহাসের আমাদের সবাইকে জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র, শিক্ষক, শ্রমিক, ডাক্তার, জেলে, কামার, কুমারসহ সকল পেশাজীবি মানুষের সঙ্গে ছিলেন। সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গেছেন। তাই তার আদর্শ বুকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশ এই স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যেতে হবে।