রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

61

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে রাঙ্গামাটি শহরের বনরুপাস্থ একটি রেস্টুরেন্টে অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় পার্বত্য ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোঃ হাবিব আজম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি পৌর কমিটির সভাপতি পারভেজ মোশারফ, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা।
শিক্ষা উপকর বিতরণ কালে বক্তারা বলেন, সবচেয়ে বৈষম্যমূলক চিত্র এটাই যে, একই পাহাড়ের দুর্গম ও বিরূপ পরিস্থিতিতে বসবাস করলেও পার্বত্য বাঙালি জনগোষ্ঠী কোটা সুবিধাবঞ্চিত হয়ে শিক্ষা, চাকরি, আর্থিক ও সামাজিক মর্যাদায় চরমভাবে পিছিয়ে পড়ছে এবং পার্বত্য চট্টগ্রামের পরিপ্রেক্ষিতে জনসংখ্যার অর্ধেক হয়েও পরিসংখ্যানগত বাস্তবতায় বাঙালিরা অবহেলিত, প্রান্তিক ও দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হচ্ছে।
তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বিগত দিনে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে নানান কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।