রাঙামাটিতে “জীবন” এর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন

445

মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনী সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।

ইউনেস্কো মহাসচিব মিজ ইরিনা বোকোভার দেয়া বার্তা অনুযায়ী আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৭-এর প্রতিপাদ্য “এমপাওয়ার গার্লস: ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড রেসিলেন্স প্ল্যানিং”। যার অর্থ “মেয়েদের ক্ষমতায়নে জরুরী সহায়তা ও প্রতিরোধ পরিকল্পনা”।

এ উপলক্ষে আজ শক্রবার সকালে আঞ্চলিক জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে  পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” এর স্বতন্ত্র শাখা, অপরাজিতার উদ্যোগে আলোচনা সভা ও কন্যা শিশু অধিকার নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়।

এই কর্মশালা পরিচালনা করেন Jibon”জীবন” এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদা জান্নাত ও সমন্বয়ক মোবারক হোসেন রানা। কর্মশালায় অপরাজিতার নারী সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়। পার্বত্যাঞ্চলে কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করতে যুগোপযোগী শিক্ষা ও অভিভাবক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

আজকের কর্মসূচী থেকে উঠে আসা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কার্যক্রম পরিচালনা করবে অপরাজিতা। আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে অপরাজিতার ওয়েবসাইট তৈরী করার ঘোষণা দিয়েছেন সংগঠনের সদস্যরা। নারীদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নমূলক যাবতীয় তথ্য সমৃদ্ধ করে শীঘ্রই ওয়েবসাইট সকলের জন্য অবমুক্ত করা হবে বলে জানান নেতৃবৃন্দরা।