শিক্ষিকা এশা ত্রিপুরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

81

॥ নিজস্ব প্রতিবেদক ॥
খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এশা ত্রিপুরা’র (নবিনা) হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যৌথ কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি সংগঠন।
রোববার (৩০ জুলাই) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ‘হত্যাকাণ্ডের’ রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। যৌথ কর্মসূচিতে সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরাম, নারী হেডম্যান কার্বারি অ্যাসোসিয়েশন, ব্লাস্ট, স্পার্ক, হিল ট্যাক্টস রাইটার্স ইউনিয়ন, মহিলা পরিষদ, উইমেন রিসোর্স নেটওয়ার্ক, সাবাঙ্গী, ত্রিপুরা কল্যাণ সমিতি, গর্জনতলী মহিলা সমিতিসহ বিভিন্ন সংগঠন অংশ নেন।
এতে বক্তারা বলেন, বাথরুমে পড়ে মারা যাওয়ার কথা বললেও তাঁর (এশা ত্রিপুরা) শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার এতদিন পরও এশার স্বামী উদ্দীপন ত্রিপুরাকে আইনের আওতায় আনা হয়নি। এ ধরনের হত্যাকাণ্ড সমাজে অস্থিরতা, অপরাধপ্রবণতা তৈরি করে ও নারীর প্রতি সহিংসতাকে উসকে দেয়। এশা ত্রিপুরাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে জাতীয় মানিবাধিকার কমিশনের সাবেক সদস্য ও সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের উপদেষ্টা নিরূপা দেওয়ান, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের চেয়ারপারসন টুকু তালুকদার, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়কারী নাই উ প্রু মারমা মেরী, স্পার্কের প্রতিনিধি পূর্ণা চাকমা, এশা ত্রিপুরার পরিবারের সদস্য ও রাঙ্গামাটি পাবলিক কলেজে ইতিহাস বিভাগের প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরা, নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সান্তনা খীসা, গর্জনতলী মহিলা সমিতির সভানেত্রী সাগরিকা রোয়াজাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২১ জুলাই) ভোর রাতে খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়ার ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যুবরণ করে মাটিরাঙ্গা তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এশা ত্রিপুরা। এ ঘটনায় নিহতের স্বামী উদ্দীপন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।