রাঙামাটি শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ

802

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক আয়োজন। মনোরম দুর্গা প্রতিমা স্থাপন, বিশালাকৃতির পুজামন্ডপ তৈরি ও প্রতিদিন ব্যাপক আয়োজনে সন্ধ্যারতি প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন ছিলো মঠ-মন্দিরগুলোতে। প্রতিদিনের মতই অসংখ্য ভক্ত ভীড় জমিয়েছে শহরের বিভিন্ন পুজা মন্ডপে মন্ডপে।

আর এই আয়োজন উপভোগ করতে পৌর এলাকায় অবস্থিত সকল পূজা মন্ডপ পরিদর্শন করলেন, রাঙামাটি পৌরসভার মেয়র, প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দরা।

সোমবার (০৭ অক্টোবর) মহা নবমীর দিন সন্ধ্যায় রাঙামাটি শহরের কাঠালতলী, গর্জনতলী, গীতাশ্রম, আইচভবন, কালীবাড়িসহ অনুষ্ঠিত সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন রাঙামাটি পৌরসভার মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলরগন।

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী। প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর বাচিং মার্মা, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু সহ অন্যান্য কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

এসময় মেয়র অঅকবর হোসেন চৌধুরী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমরা পুজামন্ডপ পরিদর্শনে এসেছি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্যানেল মেয়র জামাল উদ্দিন বলেন, সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি সর্ব-স্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, এবারে রাঙামাটিতে জেলায় ৪১টি ও পৌর রাঙামাটির পৌর এলাকায় ১৪টি পুজামন্ডপে শারদীয় দুর্গাউৎসব উদযাপন হচ্ছে এবং আজ মঙ্গলবার দশমী পালনের মধ্য দিয়ে সনাতনী সমাজের এই বৃহত্তম শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।