নানিয়ারচর প্রতিনিধিঃ-নানিয়ারচর থানায় পরিদর্শন করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু (বিপিএম, পিপিএম)। শনিবার (২২ জুলাই) সকালে নানিয়ারচর থানায় এসে থানার বিভিন্ন দিক পরিদর্শন করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার পরিদর্শনের শুরুতে থানায় হাজিররত সকল অফিসার ও ফোর্সদের রোলকল গ্রহন করেন। উক্ত রোলকলে উপজেলার ডেঙ্গুর প্রাদুর্ভাব হইতে রক্ষাসহ আশপাশ পরিষ্কার রাখতে সকলকে মশারি ব্যবহার করার পরামর্শ এবং সকলের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, থানা কম্পাউন্ড, থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, মেস, থানার মালখানা, অস্ত্রাগার, নব্য নির্মিত নানিয়ারচর থানার ক্যান্টিনসহ থানার আশপাশ পরিদর্শন করেন।
এছাড়া থানায় আগত সেবা প্রত্যাশীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুন্সি আনিছুর রহমান এবং থানায় কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ।