খাগড়াছড়িতে ইউপিডিএফ ও সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে সেনা অফিসার গুলিবিদ্ধ, একে-৪৭সহ আটক ১

535

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মাষ্টার পাড়া ও চাইল্যারচর এলাকার ইউপিডিএফ ও সেনাবাহিনীর সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ল²ীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আনিসুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন।

জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গহীন অরন্যখাত কুমারী, বটটিলা, নতুনপাড়া মাষ্টার পাড়া ও চাইল্যারচর এলাকা একটি পাহাড়ে ইউপিডিএফ এর সশস্ত্র অবস্থায় অবস্থান করছে জানতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর ল²ীছড়ি জোনের সেনা সদস্যরা বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ওইসব এলাকাটি ঘিরে ফেলে।

সন্ত্রাসীরা সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে বিকাল ৫টার দিকে সেনাবাহিনীর উপর লক্ষ্য করে এলোপাথারী গুলিবর্ষন করতে থাকলে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ঘন্টাব্যাপী সশস্ত্র সন্ত্রাসীদের সাথে এই গুলিবিনিময় অব্যাহত থাকে।

এতে ল²ীছড়ি জোনের উপ-অধিনায়ক মোঃ আনিসুর রহমানকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় নিরাপত্তা বাহিনী ইউপিডিএফের সশস্ত্র সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলগুলোতে সেনা অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এছাড়া পুরো এলাকায় তল্লাশী শুরু করেছে আইনশৃংখলা বাহিনী।

এ ব্যাপারে মানিকছড়ি থানার কর্মকর্তা (তদন্ত) মোঃ মাসুদ করীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে গুলিবিদ্ধ অবস্থায় মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে ।