নানিয়ারচর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের যোগদান

310

নানিয়ারচর প্রতিনিধিঃ-নানিয়ারচর উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা যোগদান করেছে। সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
সোমবার (১০ এপ্রিল) সকালে ফুলেল শুভেচ্ছায় বরণ ও দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এটাই প্রথম কর্মস্থল। এর আগে তিনি কক্সবাজার এ্যাসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুল হক বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্বপ্রাপ্তের পর কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া অতিরিক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নানিয়ারচর উপজেলায় কর্মরত ছিলেন। সোমবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার যোগদান করেছেন।