সঠিক শিক্ষা ও সঠিক গাইড পেলে অটিজম আক্রান্ত শিশুরাও সমাজের মুল শ্রোতে চলে আসতে পারে-দীপংকর তালুকদার এমপি

80

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-সঠিক শিক্ষা ও সঠিক গাইড পেলে অটিজম আক্রান্ত শিশুরাও সমাজের মুল শ্রোতে চলে আসতে পারে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, সমাজে অনেক সুস্থ মানুষ যা করতে পারে না একজন অটিজম আক্রান্ত শিশু তার দৃঢ়তা ও মনোবলের মাধ্যমে তা করতে পারে। তাই অটিজম আক্রান্ত শিশুকে নিজের বোঝা মনে না করে তাকে তার মতো করে গড়ে তুলে আগামী দিনে দেশের একজন কান্ডারী হিসাবে গড়ে তোলার আহবান জানান দীপংকর তালুকদার।
রবিবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সমাজ সেবা বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটির সংসদ সদস্য খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের আহ্বায়ক জনাব প্রবর্তক চাকমা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব এস এম ফেরদৌস ইসলাম। এছাড়া সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সহকারি পরিচালক রুপনা চাকমা ও সহকারি পরিচালক বিশ্বজিৎ চাকমা সভায় উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক।
এসময় ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, ষ্ট্রোকে প্যারালাইসড এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন জনপ্রতি ৫০,০০০ টাকা করে ১০০জন রোগীকে ৫০ লক্ষ টাকা অনুদান এবং শহর সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটির আওতায় ক্ষুদ্র ব্যবসা, হাঁস-মুরগী পালন, গবাদী পশু পালনের জন্য বিভিন্ন স্কীমে ৭০ জনকে ৫১ লক্ষ টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।