গণহত্যা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা

62

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-শ্রদ্ধা আর ভালোবাসায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২৫ মার্চ) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
এসময় কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজমসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।