নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার সদর উপজেলার সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
শনিবার (২৫ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা ১৫০ জন ইমাম মুয়াজ্জিনদের মাঝে রাঙ্গামাটি কালেক্টর জামে মসজিদে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ক্বারী মো. ওসমান গণী চৌধুরীসহ জেলা সদরের সকল ইমাম মুয়াজ্জিনগন উপস্থিত ছিলেন।