নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেছেন, শিক্ষা হলো আলোকিত সমাজ বিনির্মাণের হাতিয়ার, তাই স্কুলে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত শিক্ষক-অভিভাবকগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এসব কথা বলেন।
রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব হোড়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা রাজশ্রী চাকমাসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্রÑছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করতে হবে। কারণ খেলাধূলা ও সাংস্কৃতি মানুষকে খারাপ কাজ থেকে দুরে রাখতে সাহায্য করে।
তাই সেভাবে আগামী প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।