নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেনারেল হাসপাতালে আজ বুধবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষার জন্য চিকিৎসা উপকরণ ও আক্রান্ত রোগীদের মাঝে মশারী,আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ রাঙামাটি শাখার পক্ষ থেকে রাঙামাটি মেডিকেলের ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গ আক্রান্ত দরিদ্র রোগীদের নগদ অর্থ সহায়তা,মশারী বিতরণ করেন এবং রাঙামাটি মেডিকেলে ডেঙ্গু সনাক্তকরন কিট ও ঔষধপত্র হস্তান্তর করেন। এ সহায়তার পরিমান দেড় লক্ষ টাকা।
অনুষ্ঠানে রাঙামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, সহকারী সিভিল সার্জন ডাঃ নীহাররঞ্জন নন্দী, আর এম ও ডাঃ শওকত আকবর, রাঙামাটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ সানা উল্লাহ উপস্থিত ছিলেন।