শান্তি চুক্তির ফলে এ অঞ্চলে আজ শান্তির সুবাতাস বইছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

106

লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়িঃ-খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির রজত জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ডিসেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলাপরিষদ থেকে প্রদান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গণে এসে শেঢ হয়। পরে চেতনা মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সকল অনুষ্ঠানমালা উদ্বোধনাকলে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।
এ সময় জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, চুক্তির পূর্বে পার্বত্য চট্টগ্রামের এই পাহাড়ী অঞ্চলে কোন উন্নয়ন ছিলোনা। চুক্তির পরেই ২৫ বছরে এসে এই পাহাড়ে উন্নয়নের জোয়ার দেখতে পাচ্ছেন। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সুবাতাস বইছে পাহাড়ে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অগ্রযাত্রা আজ পাহাড়ে বিরাজমান। নানান বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে ও যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এবারের শান্তিচুক্তির রজতজয়ন্তী।
তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় এই পার্বত্য অঞ্চলও উন্নয়নের জোয়ারে ভাসছে। চুক্তির ফলে এ অঞ্চলে আজ শান্তির সুবাতাস বইছে। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ সকলের। আমরা সকলেই মিলেমিশে বসবাস করছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক প্রমুখ।
সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা সিভিল সার্জন মোঃ ছাবের, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদস্য নিলোৎপল খীসা, সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বাপ্পি, বন বিভাগের কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা ও লাইব্রেরিয়ান ওয়েন চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা ড মঈন উদ্দিন আহম্মদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।