কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে শিশু সমাবেশ অনুষ্ঠিত

391

কাপ্তাই প্রতিনিধি : “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” প্রচার কার্যক্রমের অংশ হিসাবে জেলা তথ্য অফিস কাপ্তাই এর আয়োজনে সোমবার (২ আগস্ট) রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন এর সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় শিশু সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিৎমরম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিংথোয়াই মারমা, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুই প্রæ মারমা, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংসুইছাইন মারমা এবং ৩২ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যসিমং চৌধুরী।

সমাবেশে বক্তাগন বলেন, জাতির পিতা বলেছেন” সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই” তাই সোনার মানুষ গড়তে হলে আজকের শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষের মতো করে গড়ে তুলতে হবে, তবেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে। সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকের সমাগম ঘটে। পরে তথ্য অফিসের লোকসংগীত শিল্পি দলের পরিবেশনায় উদ্বুদ্ধকরণ সংগীত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শিল্পি রফিক আশেকী, বসুদেব মল্লিক, মেঘনাথ ও টুন্টু রাম দাশ।