কাপ্তাইয়ে সাজাপ্রাপ্ত বন মামলার আসামি গ্রেফতার

245

কাপ্তাই প্রতিনিধি : বন মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো: সালাউদ্দিনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) কাপ্তাইয়ের নতুনবাজার এলাকা তাকে আটক করে পুলিশ।

সাজাপ্রাপ্ত আসমীর অবস্থানের খবর পেয়ে কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন পুলিশ ফোর্সসহ নিয়ে সাজাপ্রাপ্ত পলাতক এই আসামীকে গ্রেফতার করে। শনিবার সকালে তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন।
গ্রেফতারকৃত সালাউদ্দিনের বাড়ী কাপ্তাই এর নতুনবাজার কেপিএম টিলা। বন মামলায় (৭২/১৩ ) তার এক বছরের সাজা প্রদান করা হয় বলে জানা গেছে।