খাগড়াছড়িতে গোলাগুলিতে ৩ ইউপিডিএফ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার

325

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে টহলরত সেনা সদস্যদের সাথে গুলি বিনিময়কালে ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) জেলার দীঘিনালা উপজেলার বড়াদমের দুর্গম গ্রামে এ ঘটনা ঘটে।

গোলাগুলিতে নিহত ৩ জনের লাশ উদ্বার করে নিয়ে নিয়ে এসেছে পুলিশ। তার আগে ঘটনাস্থলেই লাশগুলোর সুরতহাল করা হয়। নিহত প্রত্যেকেই ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য বলে দাবী করেছে দলটির নেতারা।

আইন শৃংখলাবাহিনী সূত্রে জানা গেছে,সোমবার সকালে সেনাবাহিনীর টহল দল নিয়মিত অভিযানে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়। ঘটনাস্থল থেকে আরো অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয় ।

এ বিষয়ে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রওনক আলম জানিয়েছেন, সেনাবাহিনীর কাছ থেকে তথ্য পেয়ে তারা দীঘিনালার দূর্গম বড়াদমের একটি দূর্গম গ্রাম থেকে ৩জনের মৃতদেহ উদ্বার করেছেন। তবে তাদের নাম পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে ৮ রাউন্ড গুলিসহ ২টি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ একটি এমেরিকান এম-৪ কার্বাইন উদ্বার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা নিহত ৩জনকে নিজেদের সদস্য দাবী করে জানান, মূলত: দলের তিন সদস্যকে কৃপাপুর এলাকা থেকে ভোরে তুলে নেয়ার পর সকাল ৯টার দিকে আরো কয়েক কিলোমিটার দূরবর্তী এলাকায় তাদের লাশ দেখতে পায় এলাকাবাসী। তিনি বলেন, গোলাগুলির তথ্যটি সঠিক নয়।

ইউপিডিএফ এর সূত্র মতে নিহতরা হলেন- মেরুং বেতছড়ি গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩৮), ইন্দ্রমুনি পাড়ার তুঙ্গরাম চাকমার ছেলে ভূজেন্দ্র চাকমা (৫০) ও হাচিনসনপুর গ্রামের সুজিত প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেল (২৬) ।