খাগড়াছড়ি প্রতিনিধি : শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি বলেছেন, আগস্ট মাস হচ্ছে বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়, আগস্ট মাস আসলেই খুনিরা বেপোরোয়া হয়ে উঠে। একাত্তরের এসব পরাজিত- সাম্প্রদায়িক অপশক্তিরা এখনো স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।
২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মহালছড়ি উপজেলা টাউন হলে আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরনার্থী বিয়ষক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক নীলোৎপল খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, জেলা আওয়ামীলীগ নেতা নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম. এ. জব্বার ও এড. আশুতোষ চাকমা, আওয়ামীলীগ নেতা খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম,জেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি মেহেদী হাসান হেলার,খাগড়াছড়ি আওয়ামী যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর পরিমল দেবনাথ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে চলমান শান্তি ও উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই।
সমাবেশ শেষে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের ভোটে সভাপতি রতন কুমার শীল , সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে নির্বাচিত করা হয়।