এতিম ও দুঃস্থদের সাথে প্রিয় রাঙামাটি’র পবিত্র ঈদ-উল আযহা উদযাপন

569

নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক সংগঠন “প্রিয় রাঙামাটি”র ধারাবাহিক উদ্যোগ হিসেবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এতিম ও দুঃস্থদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য চতুর্থ বারের মত এবারও প্রায় ২০০ জনের দুপুরের খাবারের আয়োজন করেছে।

মঙ্গলবার প্রিয় রাঙামাটির আয়োজনে রাঙামাটি শহরের রসুলপুর এলাকার নূরানী মাদ্রাসা ও এবাদতখানায় এ পবিত্র ঈদ-উল আযহা উদযাপন করা হয়।

অসহায় দরিদ্র মানুষ, এতিম শিশু, মিসকিন, দুঃস্থদের মাঝে ঈদের আনন্দ ভাগ করার জন্য উন্মুক্তভাবে খাবারের এ আয়োজন করেন প্রিয় রাঙামাটি।

“প্রিয় রাঙামাটি”র প্রতিষ্ঠাতা বর্তমান সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী ও সহ-সভাপতি ওমর ফারুক সুজন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সিকদারের সার্বিক তত্ত্বাবধানে বাত্‍সরিক প্রজেক্ট এর আওতাভুক্ত এই আয়োজনটি উদযাপন করেন।

প্রজেক্ট চেয়ারম্যান আকবর হোসেন এর নেতৃত্বে আজকের এই আয়োজন’কে সফল করতে অক্লান্ত পরিশ্রম ও সার্বিক ভাবে সহযোগিতা করেন সংগঠনের সিনিয়র সদস্য ইকবাল আহমেদ তালুকদার, প্রতিষ্ঠাকালীন সদস্য ইশতিয়াক কামাল মুন্না, প্রিয়া হক,মুন্না দেব, আজাদ শেখ ফাহিম, মোবারক হোসেন রানা, আরফিনা জান্নাত, তানিয়া, রিমা, সোমা,রাকিব,আমান, শফিক,
রুবেল,নকির,ইম্মি,”জিসাত, রাজু,সোহেল চাকমা সহ প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, একজন মানুষ ও ঈদের এই আনন্দ থেকে বঞ্চিত হবে না’-এমন পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। পাশাপাশি এসব মানুষের দারিদ্র্য নিরসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার ও সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন তারা। দারিদ্র্য হার যতই কমবে ঈদের আনন্দে শামিল হওয়া মানুষের সংখ্যাও তত বাড়বে। আমাদের দ্বারে সমাগত ঈদ সকলের জন্য হয়ে উঠুক সুখ ও আনন্দময়। এমন প্রত্যাশা করেন নেতৃবৃন্দরা।

উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত থেকে সহযোগিতা করেন, সাজিদ -বিন-জাহিদ মিকি, ধারণ সম্পাদক “জীবন”, রিপন তালুকদার, সহ- সভাপতি, রোটারেক্ট ক্লাব অফ রাংগামাটি, এবং মাসুদ রানা রুবেল।