লামা সংবাদদাতা : লামায় পানিতে ডুবে মো. রিয়াজ নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় লামা হাসপাতাল পাড়া সংলগ্ন ডলুঝিরি নামক স্থানে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। আধাঘন্টা খোঁজাখুঁজির পরে পুকুরের পানিতে শিশুর মৃতদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে নেয়ার পরে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে বলেন, প্রায় ১ ঘন্টা পূর্বে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটি লামা পৌরসভার ৩নং ওয়ার্ড হাসপাতাল পাড়া এলাকার শাহ আলমের ছেলে। ঘটনাস্থল লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডলুঝিরি।
শিশুটির পিতা শাহ আলম বলেন, ডলুঝিরিতে আমাদের খামার বাড়ি। আমার স্ত্রী কাজকর্ম করছিল। কখন যে চোখের অগোচরে ছেলেটি পুকুরে পড়ে গেছে তা আমার স্ত্রী খেয়াল করেনি। বছর খানেক আগে থানছি উপজেলায় জমি চাষ করতে গিয়ে আমার আরেক ছেলে নদীতে ডুবে মারা যায়।