২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

110

লংগদু প্রতিনিধিঃ-২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভায় বিএনপি-জামাত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় রাঙ্গামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মামুন খান। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পন চাকমা, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য আসমা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুভাষ চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুর রহমান সাগর, আব্দুল আলীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘২০০৪ সালের ২১শে আগস্ট জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে বিএনপি-জামাতের সরাসরি মদদে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যার মধ্যদিয়ে আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধংস করে দেয়া। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচার দাবীসহ ভবিষ্যতে বিএনপি- জামাতের যেকোন দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান বক্তারা।