ঝুলন দত্ত, কাপ্তাইঃ-ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে রবিবার হতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী মহিলাদের দক্ষতা বিষয়ক মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। এতে ওয়াগ্গা ইউনিয়ন এর ২৫ জন মহিলা অংশ নিচ্ছেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, মাশরুম একটি পুষ্টিকর খাবার, বিশ্বে মাশরুমের যথেষ্ট চাহিদা রয়েছে, তাই এই প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে মহিলারা মাশরুম চাষ করে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবেন।
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এইসময় কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কর্মশালার প্রশিক্ষক কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা উথোয়াই প্রু মারমা উপস্থিত ছিলেন।