খাগড়াছড়ি প্রতিনিধিঃ-মানিকছড়ি ইউনিয়ন পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ম্যুরাল স্থাপন ও অত্র ইউনিয়নের গেজেটভুক্ত নামফলক স্থাপনের উদ্বোধন করা হয়। পরে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আগস্ট মাসের শোককে শক্তিতে পরিণত করতে এবং বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র সৃষ্টির প্রতিবাদে মানিকছড়িতে বিশাল শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮আগস্ট) দুপুরে মানিকছড়ি ইউনিয়নের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের ম্যুরাল উদ্বোধন করা হয়। এ বঙ্গবন্ধু ম্যুরাল ও বিশাল শোক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, এদেশের আঠারো কোটি মানুষ বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, এদেশের উন্নয়নকে বিশ্বাস করে। বিএনপি সবসময় মিথ্যা শিখেছে। তারা এদেশের একাত্তরকে স্বীকার করেনা। স্বাধীনতা বিশ্বাস করেনা, ডিজিটাল বাংলাদেশ তারা বিশ্বাস করেনা, করোনা ভ্যাক্সিন তারা বিশ্বাস করেনা। জয় বাংলা তারা মানতে চাইনা। বিএনপি বঙ্গবন্ধুকে বিশ্বাস না করলেও এদেশের আঠারো কোটি মানুষ বঙ্গবন্ধুকে বিশ্বাস করে,বাংলাদেশের উন্নয়নকে বিশ্বাস ও স্বীকার করে।আকাশে জননেত্রী শেখ হাসিনা, স্থলে শেখ হাসিনা, সবখানেই শেখ হাসিনার বিচরণ।
তিনি আরও বলেন,ইতিহাস হলো প্রজন্ম থেকে প্রজন্ম চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ ঘটনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, বৌদ্ধ-ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা কণি, জেলা জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান নিগার সুলতানা প্রমুখ।
এছাড়াও মানিকছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।