জুরাছড়ি প্রতিনিধিঃ-বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী জুরাছড়িতে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো বিশেষ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, থানা অফিসার ইনচার্জ মো. শফিউল আজম, ভাইস ও ইউপি চেয়ারম্যানগনসহ সরকারি বেসরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৪ টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ফলজ চারা ও প্রতিবন্ধি এবং হত দরিদ্রদের মাঝে খাদ্য শস্য বিতরন করা হয়।