বিলাইছড়িতে পর্যটকদের পদচারণায় মুখর পাহাড়ি ঝর্ণা

84

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-পর্যকদের পদচারণায় মুখর পাহাড়ি ঝর্ণাগুলোতে। মুখরিত হয়ে উঠেছে ঝর্ণার স্পট। তাই বিলাইছড়ি ঝর্ণাগুলোতে বেড়েছে পর্যটকের আনা-গোনা। দেখা গেছে, ঝর্ণা প্রেমী বয়স-বৃদ্ধ ছাড়াও শিশু, তরুণ-তরুনী। ঈদের পরে ছুটির দিনে বর্ষা মৌসুমে ঘুরতে এসেছে এসব পর্যটকরা। তাই এসময়ে কার না যেতে চায় মন সাগরের নীল জল দেখার পাশাপাশি সবুজ পাহাড়ের পাহাড়ির ঝর্ণার সঙ্গে মিতালি করতে।
তাই খোঁজ নিয়ে দেখা গেলো, বিলাইছড়ির গাছকাটা ছড়া ঝর্ণা, মূপ্পোছড়া ঝর্ণা, ন-কাটাছড়া ঝর্ণা, ধূপপানি ঝর্ণা ও স্বর্গপুর ঝর্ণায়। সেখানে লক্ষ্যণীয় বেশ পর্যটকের পদচারণা রয়েছে।
তাদের বেশ কয়েক জনের সঙ্গে কথা হলে তারা জানান, বর্ষা মৌসুমে ছুটির দিনে সময় তৈরি করে আনন্দ উপভোগ করতে ঝর্ণায় আসা। আর এই তীব্র গরম, ঝলমলে আলো, হঠাৎ কালো মেঘের গর্জনে ভারী বৃষ্টিপাত হওয়ায় মনযেন যেতে চায় ঝর্ণা দেখতে, তাই বন্ধু-বান্ধব মিলে ঝর্ণা দেখতে এলাম।
তারা আরও বলেন, বৃষ্টি হওয়াতে পাহাড়ি ঝর্ণাগুলো নতুনরূপে সেজেছে, নবযৌবন ফিরে পেয়েছে এবং আপন মনে সবাইকে ডাকছে। এ যেন প্রকৃতি-ঝর্ণা ও মানুষের সঙ্গে মেলবন্ধন।
যারা দূর হতে আসছেন রাত্রি যাপনের জন্য নিলাদ্রী রিসোর্ট ও হোটেল-মোটেল গুলোতে। আবার যারা কাছেই থেকে ঝর্নায় যাচ্ছেন তারা বিকেলে ফিরছেন নিজ বাড়ী উদ্দেশ্যে।
সবমিলিয়ে এখন মানুষ একটু সুযোগ পেলে সময় নিয়ে ঝর্ণার কথা স্বরণ করেন। ঝর্ণার পাশাপাশি রয়েছে নীলাদ্রি রিসোর্ট। এই রিসোর্স থেকে দেখা মিলবে সুউচ্চ পাহাড় ও মেঘ পাহাড়ের লুকোচুরি খেলা এবং সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং হোটেল গুলোতে মিলবে ব্যম্বু চিকেনসহ পাহাড়ীদের নানা রকম ঐতিহ্যবাহী খাবার।