খাগড়াছড়িতে বৃক্ষমেলা’র উদ্বোধনঃ আবহাওয়া নিয়ন্ত্রণে বৃক্ষের ভূমিকা অপরিসীম-প্রতাপ চন্দ্র বিশ্বাস

138

লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়িঃ-বৃক্ষপানে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা বন বিভাগ’র কর্তৃক আয়োজিত জেলা প্রশাসনের সহযোগীতায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ফিতা কোটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
উদ্বোধনকালে আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বায়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম।
তিনি আরো বলেন, বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ। বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বৃক্ষ থেকে তন্তু আহরণ করে আমাদের পরিধেয় বস্ত্র প্রস্তুত করা হয়। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি করা হয়। তাই বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ।
এ সময় খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার কে.এইচ.এম এরশাদ,দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, জেলা দুর্নীতি দমন কমিটির আহ্বায়ক সুদর্শন দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ শাহজাহান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া প্রমুখ।
উদ্বোধনকালে আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা উন্নয়নশীল দেশের মানুষ। প্রায় সকল ক্ষেত্রেই আমাদের স্বনির্ভর হওয়ার চেষ্টা করা উচিত। হয়ত সকল ক্ষেত্রে সফল হতে নাও পারি। তবে চেষ্টা করলে অনেক ক্ষেত্রেই স্বনির্ভর হতে পারব বলে আমি মনে করি। অন্তত বনায়ন করে, বনাঞ্চল সৃষ্টি করে আমাদের চাহিদা পূরণ করতে অসুবিধার কোন কারণ নেই। আমাদের দেশের মাটি বনাঞ্চল সৃষ্টির জন্য উর্বর, আবহাওয়াও অনুকূল আছে। আমরা যদি ব্যর্থ হই, উদাসীন হই তাহলে জাতি হিসেবে বিশ্বসভায় মর্যাদার অধিকারী হবো কিভাবে? এক্ষেত্রে আমাদের আত্ম জিজ্ঞাসার প্রয়োজন কি নেই, বৃক্ষমেলার উদ্দেশ্য মানুষের মধ্যে গাছপালার ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং সারাদেশ গাছে গাছে সবুজ করে তোলা।