জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রোমান

502

নিজস্ব প্রতিবেদক: প্রাণনাশের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাঙ্গামা‌টি সদর উ‌পজেলা প‌রিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহ‌সিন রোমান।

রোববার সন্ধ্যায় কোতয়ালী থানায় নিরাপত্তা ঝুঁকিতে জিডি করেন এই জনপ্র‌তি‌নি‌ধি। রাঙ্গামা‌টি ‌কোতয়ালী থানার ও‌সি মোঃ জাহেদুল হক র‌নি বিষয়টি নিশ্চিত করেন।

জি‌ডি‌তে শহীদুজ্জামান মহ‌সিন বলেন, আমার পৈ‌ত্রিক ব্যবসা প্র‌তিষ্ঠা‌নের নামে চাঁদা দা‌বি করে কয়েকটি মোবাইল নাম্বার থে‌কে অনবরত হুম‌কি দেয়া হচ্ছে। এমন হুমকির পর নিজের নিরাপত্তা নিয়ে উ‌দ্বিগ্ন হওয়ার কার‌ণে বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়ে জি‌ডি করতে বাধ্য হ‌য়ে‌ছি।

কোতয়ালী থানার ওসি জাহেদুল হক র‌নি বলেন, জিডির বিষয়ে পু‌লিশ হেড‌কোয়ার্টা‌রের সাইবার ক্রাইম ইউ‌নিট‌কে জানানো হয়েছে।হেড‌কোয়ার্টা‌রের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।