মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি সদরের কল্যানপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অরনেন্দু চাকমার ক্রয়কৃত একটি জমি হতে পাশ্ববর্তী জমি মালিক গত ২৭/০৬/২০২২ ইং তারিখে করোনার কঠোর লকডাউনে তার সম্মতি ছাড়া সীমানা দেয়াল তুলে ফেলে। অভিযোগ পাওয়ার পর রাঙ্গামাটির জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নিজে নালিশী জমিতে সরেজমিন তদন্ত করেন এবল পরবর্তীতে চট্টগ্রাম শহর থেকে বিশেষজ্ঞ সার্ভেয়ার দ্বারা ডিজিটাল সার্ভে করে দেখা যায়- অরনেন্দু চাকমার প্রায় এক শতক জমি তার প্রতিবেশী দখল করে ফেলেছেন।
এমতাবস্থায়, জেলা লিগ্যাল এইড অফিসার উভয় পক্ষকে নিয়ে বার বার মীমাংসা সভা করেন। সর্বশেষ বেদখলকারী পক্ষ আপোষ করতে সম্মত হন। অবশেষে, লিগ্যাল এইড অফিস রাঙ্গামাটি এর মধ্যস্থতায় রাঙ্গামাটি সদরের কল্যানপুর এলাকার এলাকার আনুমানিক ২০ লাখ টাকা শতকের জমি গত ২২/০৫/২০২২ইং তারিখে বেআইনী দখল হতে পুনরুদ্ধার হয়েছে। সময় লেগেছে এক বছর। ছবিতে আপোষনামার চুক্তি মতে সীমানা দেয়াল ভেঙে পক্ষগনকে নতুনভাবে দেওয়াল নির্মাণ করতে দেখা যাচ্ছে।