নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আল মামুন মিয়া।
এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাঙ্গামাটি শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও দুর্ঘটনা এড়াতে সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে সকলে কাজ করে যেতে হবে।
বিবিধ বিষয়ে তিনি বলেন, শিক্ষা কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সোস্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে কেউ যাতে কোন অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আল মামুন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনেয়ারা বেগমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊধর্তন কর্মকর্তারা প্রমূখ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম বলেন, রাঙ্গামাটির যারা সুশীল সমাজের লোকজন আছেন তারা প্রত্যেকে যথেষ্ট সচেতন। সুন্দর রাঙ্গামাটি গড়ার জন্য আমরা কাজ করছি। যেকোন সংক্রান্ত বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করুন আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে। সভায় আলোচ্য বিষয় ছিল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা, সন্ত্রাস ও নাশকতা সংক্রান্ত পর্যালোচনা, চোরাচালান নিরোধ সংক্রান্ত আলোচনা, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং সংক্রান্ত আলোচনা, করোনা ভাইরাস ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত, সড়ক যোগাযোগ, মাদক, বিবিধসহ এসব সমস্যা নিরসনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।