মে দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে শ্রমিকলীগের র‌্যালী ও আলোচনা সভা

135

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শ্রমিকলীগের উদ্যোগে রাঙ্গামাটিতে র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মে) সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, শহর শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করে কর্মক্ষেত্রে শ্রমিকদের কাজের নিরাপত্তা, ন্যায্য মজুরি প্রদানসহ দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান বক্তারা।
র‌্যালী ও সমাবেশের আগে শ্রমিকলীগ নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিকে রাঙ্গামাটির কাউখালীর ঘাগড়াতে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।
উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা।’