বাঘাইছড়ি সংবাদদাতা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঘাইছড়িতে বর্ডার গাড ব্যাটালিয়ন ২৭ বিজিবির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুলাই) কেঁক কাটাসহ ব্যাটালিয়ন সদর দপ্তরে দিনব্যাপী ছিল নানা আয়োজন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, ব্যাটালিয়নের সকল সদস্য সহ বিজিবি,সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগন এই সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অথিতিদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজনসহ সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসমম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান এসজিপিএ,এফডব্লিউসি,পিএসসি, রিজিয়ন কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ এমপিপি,পিবিজিএস,পিএসসি সেক্টর কমান্ডার খাগড়াছড়ি রিজিয়ন, লেঃকর্নেল মাহাবুবুল ইসলাম (পদাতিক) অধিনায়ক ২৭ বিজিবি মারিশ্যা,লেঃকর্ণেল মহিউদ্দিন আহম্মদ এসি অধিনায়ক ৭ বিজিবি, মেজর জিএস রাশিদুল হাসান উপ অধিনায়ক ২৭ বিজিবি ও ক্যাপ্টেন আল-আমিন হাওলাদার মেডিকেল অফিসার ২৭ বিজিবি প্রমূখ।