পাহাড়ি বাঙ্গালি ভেদাভেদ না করে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

139

মো: সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ি জেলার একমাত্র নারী চেয়ারম্যান দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের মাহমুদা বেগম লাকী দায়িত্ব গ্রহন করেছে।
মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি) সকালে মেরুং ইউনিয়নের আয়োজনে নব নির্বাচিত চেয়ারম্যান সদস্যগনদের প্রথম সভা দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহনে অনুষ্ঠান করা হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান রহমান কবির রতন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো:কাশেম। অনুষ্ঠানে পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী’কে দ্বায়িত্ব হস্তান্তর করেন সাবেক ইউপি চেয়ারম্যান রহমান কবির রতন।
এসময় প্রধান অতিথি বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ি বাঙ্গালি ভেদাভেদ না করে আমার সবাই মানুষ হিসেবে বিবেচনা করে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের ঘর তৈরি করে দিয়েছেন। বাংলাদেশে এখন আর কোন মানুষ আজ না খেয়ে নেই। বাংলাদেশ একদিন উন্নত দেশে পরিনত হবে তার জন্য কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিক, মনির ফরাজিসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।