ঝুলন দত্ত, কাপ্তাইঃ-রাঙ্গামাটির জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা সোমবার (৬ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি, অপারেশন থিয়েটার ঘুরে দেখেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সিভিল সার্জন হাসপাতালের সেবার মান ও পরিস্কার পরিচ্ছন্ন দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনিসহ সকল মেডিকেল অফিসার এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।