রোয়াংছড়ি প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়িতে মেহ্লপ্রু মারমা (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তিনি রোয়াংছড়ি উপজেলা নোয়াপতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নাছালং পাড়ার বাসিন্দা মৃত: মংচউ মারমা এর ছোট মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার (২৯ জুন) বিকালের দিকে মৃত মেহ্লাপ্রু মারমার মা ও বড় বোনসহ পরিবারের সদস্যরা কাজে যাওয়ার পর এ ঘটনা ঘটে। তাঁর বড় বোন মেপ্রুমা মারমা বলেন, কাজ শেষে সন্ধ্যায় সাড়ে ৬টায় দিকে ঘরের কক্ষে প্রবেশ করলে হঠাৎ ছোট বোন মেহ্লাপ্রু মারমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় মেপ্রুমা মারমার চিৎকারে পাড়াবাসিরা এগিয়ে এসে লাশ ঝুলন্ত দেখে ওয়ার্ড মেম্বারকে খবর দেয়।
নোয়াপতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার ক্যনুপ্রু মারমা বলেন, কিশোরী মেহ্লাপ্রু মারমা ফাঁসি দিয়ে কখন মারা গেছে তার কেউ জানে না। কারণ তাদের পরিবারের সদস্যরা সবাই কাজে ছিলেন। তিনি ফাঁসি দিয়ে মারা গেছে বলে আমি তার বড় বোন মেপ্রুমা মারমা এর কাছে সংবাদ পেয়ে সাথে সাথে ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমাকে অবহিত করেছি। ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা বলেন, পাড়া বাসির ও ইউপি মেম্বার ক্যনুপ্রু মারমা কাছ থেকে ফাঁসি দিয়ে মারা যাওয়ার সংবাদ পেয়ে রোয়াংছড়ি থানার পুলিশকে জানিয়েছি।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন মেহ্লাপ্রু মারমা আত্মহত্যার ঘটনাটি শুনেছি। তার লাশ উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।