নিজস্ব প্রতিবেদক : যত দ্রুত সম্ভব পুরানপাড়া-ঝুলিক্কা ব্রীজ নির্মাণ কাজ শেষ করে জনগনের চলাচল সুবিধা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। রবিবার সকালে রাঙ্গামাটি পুরানপাড়া-ঝুলিক্কা ব্রীজ নির্মাণ কাজের পরিদর্শনকালে তিনি কর্মকর্তাদের এ নির্দেশনা প্রদান করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়–য়া, বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল নোমান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসবাহ এসোসিয়েটের রাঙ্গামাটির সমন্বয়কারী ঠিকাদার স্বপন কান্তি মহাজন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা আরো বলেন, সরকারের উন্নয়ন কাজ সঠিক সময়ে বাস্তবায়নের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন, কাজের গুণগত মান যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত এই ব্রীজ দিয়ে চলাচল করে জনগন উপকৃত হলেই কাজের স্বার্থকতা। তিনি দ্রুত কাজ শেষ করে এই ব্রীজ জনগনের চলাচলের জন্য উন্মুক্ত করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন।
পরে তিনি ব্রীজের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রকৌশলীর সাথে আলোচনা করেন।