বানৌজ শহীদ মোয়াজ্জেমকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করলেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ

300

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-নৌবাহিনীর প্রশিক্ষণ, দেশ গঠন ও পার্বত্য এলাকায় মানবিক সহায়তার অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বানৌজ শহীদ মোয়াজ্জেমকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে বঙ্গবভন থেকে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বানৌজ শহীদ মোয়াজ্জেমকে এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন।
কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাটি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতির পক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বানৌজ মোয়াজ্জেম ঘাটির অধিনায়ক কমোডর এম মনিরুদ্দিন মল্লিকের নিকট এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আধুনিক নৌ বাহিনী গড়ে তোলার সূদুর প্রসারী স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি মর্যাদাশীল ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে।
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেন, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বিশাল সমুদ্রের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা বিধান, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণসহ দেশের ব্লু ইকনোমির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য।
দেশের যেকোন দুর্যোগ মোকাবেলা ও মানবিক সহায়তায় নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বানৌজা শহীদ মোয়াজ্জেমের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং নৌবহরকে নিরবিচ্ছিন্নভাবে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিকস সহায়তা প্রদানের জন্য তিনি বানৌজা শহীদ মোয়াজ্জেম এর সকল স্তরের কর্মকর্তা ও নৌ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনের এই শুভক্ষণে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বলেন, বানৌজা লেঃ কমান্ডার শহীদ মোয়াজ্জমে বঙ্গবন্ধুর নেতৃত্বে অবিচল থেকে দেশের কল্যাণে কাজ করেছেন। শহীদ মোয়াজ্জেম বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বার্থে কাজ করার ফলে তাকে বঙ্গবন্ধুর সাথে আগড়তলা ষড়যন্ত্র মামলায় ২নং আসামী করা হয়েছিল। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধুসহ শহীদ মোয়াজ্জেমকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি আরো বলেন, শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পার্বত্য এলাকার নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষাসহ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও দেশ মাতৃকার কল্যাণে শাহ মোয়াজ্জেম ঘাটি অবিচল থেকে কাজ করে যাবে। গত ১ বছরে এই ঘাটি থেকে ২হাজার ১শ ৯০ জন প্রশিক্ষনার্থী সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন বলে জানান নৌবাহিনীর প্রধান।
বানৌজা শহীদ মোয়াজ্জম-কে স্ট্যান্ডার্ড প্রদান করায় নৌপ্রধান রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ঘাঁটির সকল সদস্য আপনাকে শ্রদ্ধাচিত্তে স্মরণ রাখবে।
ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে নৌ সদর দপ্তরের পিএসওগণ, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণ, মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী নৌ কমান্ডোগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উর্ধ্বতন ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির পক্ষ থেকে নৌ-প্রধানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।