কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিল এলাকায় লক্ষাধিক বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেছেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. এম এম এ কাদের। রবিবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপন কর্মনসুচি উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) স্বপন কুমার সরকার, মহাব্যবস্থাপক (উৎপাদন) মোঃ গোলাম সরওয়ার, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ একরাম উল্লাহ্ খন্দকার, মহাব্যবস্থাপক (এফ আর এম) মোঃ শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) ননী গোপাল দেবনাথ, মহাব্যবস্থাপক (টেকনিকেল) মোঃ সলিমুল হকসহ কারখানার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধনকালে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. এম এম এ কাদের বলেন, গাছ লাগালেই হবেনা এই গাছ গুলো রক্ষ করতে হবে এবং নিয়মিত পরিজচর্যা করতে হবে।
লাগানো এসব গাছ যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখেতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি।
এবারের বৃক্ষ রোপন কর্মসুচিতে কারখানার বিভিন্ন খালি জায়গায় এক লাখ গাছের চারা রোপন করার পরিকল্পনা রয়েছে বলে জানান কেপিএম মহাব্যবস্থাপক মোঃ শহীদ উল্যাহ।