রাজস্থলী ইউপি নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠে কাজ করবে-মেজর মোহাম্মদ লতিফুল বারী

144

রাজস্থলী প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলীতে আসন্ন ইউপি নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করবে। কেউ কোন সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্র করার চেষ্টা করলে আমাদের খবর দিন। আমরা যে ভাবে হউক সন্ত্রাসীদের প্রতিহত করবো। সকলে সর্তকতার সাথে যার যার নির্বাচনের প্রচারনা চালিয়ে যাবেন।
সোমবার (২৫অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই সেনা জোনের ৫৬ ইস্ট বেঙ্গল কর্তৃক রাজস্থলী সাব জোনের ব্যবস্থাপনায় উপজেলার নির্বাচনী কর্মকর্তা, ২টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় কালে কাপ্তাই জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত কথা গুলো বলেন।
তিনি আরোও বলেন, আগামি ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাপ্তাই সেনা জোনের টিম থাকবে। সকলে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগ করতে পারবেন। এলাকায় এলাকায় সংবাদ পৌছায় দিন যাতে সন্ত্রাসীরা আস্তানা করতে না পারে। চাঁদাবাজি অস্ত্রের ঝনঝনানী বন্ধ করতে হবে। যে কোন সন্ত্রাসীকে এলাকায় ঘুরতে দেখলে গোপনে আমাদের খবর দিন, আমরা তাদের এলাকা ছাড়া করবো।
মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী সাবজোন অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ নাজমুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, সহকারি পুলিশ সুপার আবু ছালেহ, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং, অফিসার উৎপল বড়ুয়াসহ আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য পদপ্রার্থী ও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।