বিলাইছড়িতে ইউপি নির্বাচনঃ ১১৭ জনের মধ্যে ১১৭জনই বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জন

274

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-বিলাইছড়িতে ইউপি নির্বাচনে একশত সতের জনের মধ্যে ১১৭ জনই বৈধ এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২জন নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস। বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জনের মধ্যে একজন হলো ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চুয়ানলেই পাংখোয়া, অন্যজন হলো ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দয়া রঞ্জন চাকমা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, নির্বাচনে মোট ১২১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সেখান থেকে একশত সতের জন মনোনয়ন পত্র জমা দিলে বাছাই পর্বে ১১৭ জনের বৈধ বলে জানা যায়।
তার মধ্যে ১নং বিলাইছড়ি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭ জন, সাধারণ সদস্য পদে কুতুবদিয়ার ৩নং ওয়ার্ডের বাবুলাল তঞ্চঙ্গ্যাসহ মোট ২৫ জন।
অন্যদিকে ২নং কেংড়াছড়ি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন। সংরক্ষিত সদস্য পদে ৮ এবং সাধারণ সদস্য পদে রূপ কুমার চাকমা সহ মোট ২৩জন। আর ৩নং ফারুয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন। সাধারণ সদস্য পদে রত্নাকর তঞ্চঙ্গ্যাসহ মোট ৩৩ জন।
উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে নির্বাচন আগামী ১১ নভেম্বর। এই নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের নানা জল্পনা-কল্পনা। কে হবেন আগামী ৫ বছরের উন্নয়নের কর্ণধার। নির্বাচিত করবেন ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এলাকার জনগন।