বান্দরবানে পর্যটকবাহী গাড়ীতে দূর্বৃত্তদের গুলিবর্ষণ, আহত-২

124

বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের জাহাঙ্গীর বাগ এলাকায় পর্যটকবাহী জীপে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে আর এতে প্রাথমিক ভাবে ২জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থেকে ১৬জনের একটি পর্যটকবাহী দল শনিবার (১৮ সেপ্টেম্বর) বান্দরবানের রুমা উপজেলার বগালেক ঘুরতে যায়। সারাদিন বগালেক এলাকায় ঘুরে বিকেলে তারা বান্দরবান সদর হয়ে রাজস্থলী ফেরত যাওয়ার পথে বিকেল ৫টার দিকে বান্দরবানের কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তাদের গাড়ী লক্ষ্য করে গুলিছুড়ে। এসময় সন্ত্রাসীদের গুলিতে কেউ গুরুত্বর হতাহত না হলে ও গাড়ীরচাকায় গুলি লেগেগাড়ীটি খাদে পড়ে যায়। এসময়গাড়ীতে থাকা ২জন যাত্রী আহত হলে তাদের রাজস্থলী নিয়ে যাওয়া হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। সন্ত্রাসীদের কোন একটি দল এই ঘটনা ঘটিয়েছে। ওসি আরো জানান, এইঘটনার পর এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি এবং আহত ও গাড়ীতে থাকা অন্যান্যদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।