খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়, পানছড়ি ব্যাটালিয়ন ৩বিজিবি কর্তৃক ভারতীয় অবৈধ পন্য আটক করা হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লোগাং সিআইও ক্যাম্পের সামনে এসকল পন্য আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পানছড়ি ব্যাটালিয়ন এর অধিনস্থ ৩বিজিবি লোগাং ক্যাম্পের সুবেদার সৈয়দ মাসুদ রানা এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ক্যাম্প সংলগ্ন নিরাপত্তা চৌকিতে সিএনজি তল্লাশী করে মালিক বিহীন অবস্থায় জিরা, চা পাতা, বিভিন্ন প্রকার সাবান, স্পার্কল ভিম, শালিমার আগরবাতি, ব্রাজিল পাইনাপেল ইনছেনসিস আগরবাতি, রেটল ইঁদুর মারার বিষ, চন্দন কাঠি, জনসন ক্রিম, ডাবুর টুথ পেষ্ট, কমপোর্ট ফেব্রিক কন্ডিশন, বিভিন্ন প্রকার শ্যাম্পু, বাম, বিভিন্ন প্রকার জুতা, চিংড়ি শুটকি, মালামাল বহনের থলে আটক করে। যার আনুমানিক মূল্য ৫৩হাজার ১শত ৯০টাকা।
প্রসঙ্গত, চলিত বছরের বিভিন্ন সময় পানছড়ি ব্যাটালিয়ন ৩বিজিবি উল্লেখ সংখ্যাক ভারতীয় অবৈধ মালামাল এবং মাদকদ্রব্যসহ আসামী আটক করেছে। দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ মালামাল ও মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে ৩বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সীমান্তবর্তি এলাকায় গোয়েন্দা নজরধারী বৃদ্ধিসহ টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও এলাকার জনসাধারণকে মাদক, অবৈধ মালামাল, নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতন করার লক্ষে প্রতিনিয়ত সচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে।