হেলিকপ্টারে করে বিলাইছড়ি দূর্গম বড়থলিতে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম সম্পন্ন, টিকা পেলো ২৭৩জন

132

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-মায়ানমার সীমান্তবর্তী রাঙ্গামাটির বিলাইছড়ির উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে হেলিকপ্টারে করে করোনা ভ্যাকসিন পৌছায়ে ২৭৩ জনকে করোনার গণটিকার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বিলাইছড়ি উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে সেনাবাহিনীর সহযোগিতায় কাপ্তাই পানি বিদ্যুৎ এলাকার হেলিপ্যাড হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমার নেতৃত্বে ৫ জন স্বাস্থ্য সকাল সাড়ে ১০টার দিকে বড়থলি ইউনিয়নের বড়থলি ত্রিপুরা পাড়ায় অস্থায়ী ক্যাম্প তৈরি করে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু করে।
সেখানে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা টিকাদান কার্যক্রম চলে। টিকাদান কার্যক্রমের পাশাপাশি বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগ থেকে মোবাইল মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা কার্যক্রমও পরিচালনা করা হয়।
বিলাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা বলেন, বড়থলী দুর্গম এই এলাকায় সফলভাবে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এর আগে গত ১০ আগস্ট একই স্থানে ২৯২ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন কারণে ১৯ জন দ্বিতীয় ডোজের টিকা নিতে আসতে পারেননি। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় হওয়ায় বিশেষ ব্যবস্থায় এখানে টিকা দেওয়া হলো।
উল্লেখ্য, রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা হতে ফারুয়া ইউনিয়ন হয়ে পায়ে হেঁটে দূর্গম বড়থলি ইউনিয়নে যেতে কমপক্ষে ৪ দিন লাগে। কারণ সেখানে নেই কোন সড়ক যোগাযোগ। আবার বান্দরবান জেলার রুমা উপজেলার বগালেক হতে পায়ে হেঁটে বড়থলি ইউনিয়নে যেতে লাগে ২ দিনেরও বেশী সময়।