ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙ্গামাটির বিভিন্ন মন্দিরে পুজা অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান

124

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে রাঙ্গামাটির বিভিন্ন মন্দিরে পুজা অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগষ্ট) সকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে শ্রী শ্রী নারায়ন মন্দিরে ধর্মীয় আলোচনা সভা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও কেক কেটে জন্মাষ্টমীর শুভ সুচনা করা হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, জেলা পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বাদল চন্দ্র দে, সদস্য বিপুল ত্রিপুরা, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, জেলা পরিষদ সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে সন্ধ্যায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ভগবান শ্রী কৃষ্ণকে নিয়ে বিভিন্ন ধর্মীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানে রাঙ্গামাটির সনাতন ধর্মাবলম্বী নর নারীরা উপস্থিত ছিলেন।