মানিকছড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

630

রাঙ্গামাটি প্রতিনিধি – রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি এলাকায় পাহাড়ের খাদে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স ৩৫ বছরের মতো হবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে স্থানীয়রা পাহাড়ের খাদে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যদের জানালে তারা মরদেহটি গাছে থেকে নামিয়ে এনেছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি। তবে লাশের চেহারা নষ্ট হয়ে যাওয়ায় তাৎক্ষণিক ভাবে তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রহমান খান পাঠান জানান, লাশটির পরিচয় সনাক্ত করা না গেলে ও প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে কে কারা তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। মরদেহটি হাসপাতালে ময়না তদন্তের পর প্রাপ্ত রির্পোট অনুসারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে জানান তিনি।