জাতীয় শোক দিবস গ্রেনেড হামলায় শহীদের স্বরণে রাঙ্গামাটি জেলা কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

145

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদের স্বরণে বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগষ্ট) বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখা, পৌর শাখা ও সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গাামাটি জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার।
রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয়ন চাকমার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্যে মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় অন্যান্যে মধ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাব্বর, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট উম্মে হাবিবা, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সহ-সভাপতি শান্তনা চাকমা, বাংলাদেশ কৃষক লীগ জাতীয় কমিটির সদস্য মোতাহার হোসেন বাবুল, নিশীথ বরুণ তালুকদারসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।